নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ড রাজনীতিতে শুরু নতুন অধ্যায়। হেমন্ত সোরেনের কর্মকাণ্ডকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন চম্পাই সোরেন। তাঁর সঙ্গে রয়েছেন ৪৩ বিধায়ক। চম্পাই সোরেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ভাইস প্রেসিডেন্ট। গতকালই ঝাড়খণ্ডের রাজ্যপাল তাঁকে শপথ নেওয়ার আমন্ত্রণ পত্র পাঠান। আর তারপরই সিদ্ধান্ত হয় আজই মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। সেই অনুযায়ী, আজ বেলা ১২টা ১৫ মিনিট নাগাদ শপথ বাক্য পাঠ করলেন চম্পাই সোরেন।
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)