সৌদির মাটিতে দাঁড়িয়ে কথা পেরেই ফেললেন কেন্দ্রীয় মন্ত্রী

৯৩তম জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
smirti irani

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি এই মুহুর্তে রয়েছেন সৌদি আরবে। সেখানে ৯৩তম জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। গতকালই সেখানে যোগ দিয়েছিলেন স্মৃতি ইরানি। তাঁর সঙ্গে ছিলেন ভারতে সৌদি রাষ্ট্রদূত সালেহ বিন ইদ আল-হুসাইনি।

কেন্দ্রীয় মন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, “আমরা সবাই জানি, ভারত সৌদি আরবের সাথে আমাদের ঐতিহাসিক এবং কৌশলগত অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আর সেই বন্ধুত্বের সাহায্যেই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং জনগণের সাথে সুসম্পর্ক গড়ে উঠেছে”।