বিশ্বভারতীতে ফলক বিতর্কে কেন্দ্রীয় হস্তক্ষেপ, কী নির্দেশ দেওয়া হল

বিশ্বভারতীতে ফলক বিতর্কে অবশেষে কেন্দ্রীয় হস্তক্ষেপ। ফলকে রাখা যাবে না প্রধানমন্ত্রী ও উপাচর্যের নাম। নির্দেশ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। পুরনো ফলক পাল্টে ফেলতে হবে।

author-image
Tamalika Chakraborty
New Update
biswa bharati edit .jpg

নিজস্ব সংবাদদাতা:  বিশ্বভারতীতে ফলক বিতর্কে অবশেষে হস্তক্ষেপ করল কেন্দ্র সরকার। UNESCO হেরিটেজ ঘোষিত হওয়ার পর যে ফলক স্থাপন করা হয়েছিল, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম ছিল। সেই ফলক পাল্টানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। 

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে বিশ্বভারতী কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে নির্দেশ দেওয়া হয়েছে, বর্তমানে যে ফলকটি রয়েছে, তা পাল্টাতে হবে। তার পরিবর্তে নতুন ফলক স্থাপন করতে হবে। সেখানে আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকবে না।