বড় খবর: জিএসটি নিয়ে বিরাট সিদ্ধান্ত কেন্দ্রের

গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স নেটওয়ার্ককে এবার মানি লন্ডারিং প্রতিরোধ আইন বা পিএমএলএ-র আওতায় আনা হচ্ছে। এদিন এমনই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কেন্দ্র।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
gst.

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: জিএসটি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিল কেন্দ্র। এবার জিএসটিও যুক্ত হল পিএমএলএ-র আওতায়। সম্প্রতি, এমনই একটি নোটিশ জারি করেছে কেন্দ্র।

যেখানে বলা হয়েছে, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স নেটওয়ার্ক (জিএসটিএন) কে মানি লন্ডারিং প্রতিরোধ আইন বা পিএমএলএ-র আওতায় আনা হচ্ছে। যার ফলে এবার থেকে GSTN-এ সংরক্ষিত তথ্য PMLA আইনের অধীনে শেয়ার করা যেতে পারে। আর সেই ক্ষেত্রে আইনও জারি থাকবে জিএসটি-র ক্ষেত্রে।


তবে এতে, জিএসটি গ্রাহকরা কোনও সমস্যায় পড়বেন কিনা, তা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।