নিজস্ব সংবাদদাতাঃ ইসরায়েলের ভারী বোমা বর্ষণের দিনে গাজার মধ্যাঞ্চলীয় আল-আকসা শহীদ হাসপাতালের কর্মীরা একদিনে ১০০ জনেরও বেশি নিহত হয়েছে বলে জানা গিয়েছে। কয়েকজন হতাহতকে হাসপাতালে নিয়ে আসতে দেখেছেন। গাজায় যোগাযোগ বিঘ্নিত হওয়ার কারণে মানুষ জরুরি সেবার জন্য ফোন করতে না পারায় বেশিরভাগই ব্যক্তিগত গাড়িতে এসেছেন।
অ্যাম্বুলেন্সগুলোকে বোমা বিস্ফোরণস্থলে গাড়িগুলি অনুসরণ করতে এবং আরও হতাহতের সঙ্গে ফিরে যেতে দেখা গেছে।
জানা গিয়েছে, জানাজার নামাজের জন্য হাসপাতালের সামনে ২০টিরও বেশি বডি ব্যাগ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এরপর লোকজন ব্যাগগুলো ট্রাক ও অ্যাম্বুলেন্সে করে শেষকৃত্যের জন্য নিয়ে যায়।