নিজস্ব সংবাদদাতা: গত দুই নির্বাচনেই রাজ্যে দেখা গিয়েছিল ভোট পরবর্তী হিংসা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী হিংসায় বিরোধী দলের প্রায় ১০ জন প্রাণ হারিয়েছিল। এমনকি পঞ্চায়েত নির্বাচনেও দেখা গিয়েছিল সেই একই ছবি। তাই এবার আর কোনও চ্যালেঞ্জ নিতে রাজী নয় কমিশন।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে চাঞ্চল্যকর ভাবে উল্লেখ করা হয়েছে লোকসভা নির্বাচনের পড়ে এরাজ্যে ফের দেখা যেতে পারে ভোট পরবর্তী হিংসার ছবি। তাই এবার আগাম সাবধান হয়ে কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়ে নিল নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, ভোট মিটে যাওয়ার পরও এমনকি ফলাফল ঘোষণা হয়ে যাওয়ার পরও রাজ্যে থেকে যাবেন ৩২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৪ জুনের পর প্রায় পরবর্তী ১৫ দিন রাজ্যেই থাকবে কেন্দ্রীয় বাহিনীর দল। তারপর পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রীয় বাহিনীর অবস্থান সম্পর্কে ভাববে কমিশন, এমনটাই জানা যাচ্ছে।