সিবিআইয়ের নজরে এবার ৩ দফতর

গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের জন্য ২০১৬ সালে বিজ্ঞপ্তি জারি হয়। পরীক্ষার পর ফল প্রকাশ হয় ২০১৭-য়। অথচ ২০১৮ সালে উপদেষ্টা কমিটি গঠন করা হয়। আর এখানেই প্রশ্ন তুলছে সিবিআই।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় এবার একসঙ্গে ৩টি দফতরকে চিঠি পাঠাল সিবিআই। বোর্ডের সেক্রেটারি, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও শিক্ষা দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারিকে চিঠি পাঠাল কেন্দ্রীয় সংস্থা।

যা জানা যাচ্ছে, গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের জন্য ২০১৬ সালে বিজ্ঞপ্তি জারি হয়। পরীক্ষার পর ফল প্রকাশ হয় ২০১৭-য়। সিবিআইয়ের দাবি, ২০১৮ সালে উপদেষ্টা কমিটি গঠন করে সেই কমিটির হাতে ২০১৬-র নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব তুলে দেওয়া হয়। দু’বছর পর কেন তুলে দেওয়া হল দায়িত্ব, সেই বিষয়টি জানতেই এবার চিঠি পাঠানো হল এই তিন দফতরকে।