কাবেরী জল বন্টন সমস্যা, আসছে গুরুত্বপূর্ণ খবর

জল বন্টন ইস্যুতে উত্তেজনার আঁচ প্রতিদিনই বাড়ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cauvery.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: প্রতিদিনই মাথাচাড়া দিচ্ছে কাবেরী জল বন্টন সমস্যা। জল বন্টন করা যাবে না, এমন দাবি তুলে বিক্ষোভ দেখাচ্ছেন চাষীরা। উত্তেজনার আঁচ প্রতিদিনই বাড়ছে। এমন অবস্থায় হয়ে গেল ৮৭তম সভা।

আজ কাবেরী ওয়াটার রেগুলেশন কমিটির (CWRC) ৮৭তম সভায়, কর্ণাটক সাফ ভাষায় জানিয়ে দিয়েছে, এই মুহুর্তে জলাধার থেকে কোনও জল ছাড়ার বা আন্তঃরাজ্য সীমান্ত বিলিগুন্ডলুতে রক্ষণাবেক্ষণের জন্য জলাধার থেকে কোনও জল দেওয়া সম্ভব না। এই মুহুর্তে জল সরবরাহ বন্ধই রাখতে হবে কর্ণাটককে। যদিও তামিলনাড়ু বৈঠকে তার উদ্বোধনী মন্তব্যে CWRS কে ১২,৫০০ কিউসেক জল ছাড়ার অনুরোধ জানিয়েছে।