নিজস্ব সংবাদদাতা: চারিদিকে উৎসবের মরশুম। তার মধ্যেই দেদার চলছে আবহাওয়া ওপর অত্যাচার। যার জেরে প্রবল দূষণে মুখ ঢেকেছে রাজধানী সহ একাধিক এলাকা। তালিকা থেকে বাদ যায়নি উত্তরপ্রদেশও।
এদিন দিল্লির সামগ্রিক বায়ুর মান অর্থাৎ AQI লেভেল ধরা হয়েছে ৩০৬। যা 'খুব খারাপ' হিসেবে চিহ্নিত হয়েছে।
দিল্লি-এনসিআর-এ বাতাসের মান আরও খারাপ। নয়ডা জুড়ে বিভিন্ন স্থান ধোঁয়ার জেরে অন্ধকার হয়ে গিয়েছে। সেখানে AQI লেভেল ৩২২। বায়ুর গুণমান 'খুব খারাপ' বিভাগে রয়েছে।