নিজস্ব সংবাদদাতা: সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডল, শান্তনু সেন, হুমায়ুন কবীরের পর এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক নাম। দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মৌসম বেনজির নুর।
লোকসভা ভোট যত এগিয়ে আসছে, তৃণমূলে ততোই যেন বিক্ষুব্ধ, অভিমানী মুখের সংখ্যা বাড়ছে। আর তাতেই দলের অস্বস্তিও যেন বাড়ছে। এবার টিকিট না পাওয়ায় মুখ খুললেন মৌসম বেনজির নুর। মালদা উত্তরের দু’বারের প্রাক্তন সাংসদ বললেন, টিকিট-প্রত্যাশী ছিলেন। ভোটে জয় নিয়েও আশাবাদী ছিলেন। ১৯-এর লোকসভা ভোটে একই পরিবার থেকে ২ জন প্রার্থী হওয়ায়, ভোট ভাগাভাগিতে হেরে যান তিনি। তাই এবার ভেবেছিলেন জিততে পাবেন। তবে এবারে আর দল তাঁকে প্রার্থী হিসাবে নির্বাচিত করেনি। দলের এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন তিনি, তবে অভিমানটা রয়েই গেছে মৌসমের।