নিজস্ব সংবাদদাতা: খালিস্তানি হামলাকে কেন্দ্র করে প্রথম মতাভেদের শুরু। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের দিকেই আঙুল তুলেছিলেন। যার পালটা জবাব দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেশ ওই শুরু। ধীরে ধীরে বন্ধুত্বে চির ধরেছে। আর এবার যেন সেই ক্ষতই আরও দীর্ঘ করল কানাডা।
কানাডার ৪১ জন কূটনীতিককে ভারত থেকে সরিয়ে নিল সেই দেশের সরকার। অবশ্য শুরুটা হয়েছিল ভারতের তরফ থেকেই। ভারত সরকার তাদের ডিপ্লোমেটিক ইমিউনিটি প্রত্যাহার করার পরই কানাডা এই ৪১ জনকে ভারত থেকে সরিয়ে নিল। একই সাথে চণ্ডীগড়, বেঙ্গালুরু এবং মুম্বাইতে কানাডিয়ান কনস্যুলেটে সমস্ত ব্যক্তিগত পরিষেবা সাময়িকভাবে স্থগিত করে দিল কানাডা। এই সব জায়গা থেকে কোনও রকম কোনও সুযোগ সুবিধা আর পাবেন না এদেশের মানুষজন কিংবা কানাডার প্রবাসী ভারতীয়রা। যা জানা যাচ্ছে, উভয় দেশের কূটনীতিকদের শক্তি এখন একে অপরের সমান। অর্থাৎ একজনের শক্তি খর্ব হলে, আরেকজনের ওপরেও এই প্রভাব পড়বে। আর এতেই মনে হচ্ছে, রাজনৈতিক আঙিনায় ট্রুডো-মোদি বন্ধুত্ব এবার সমাপ্তির পথে!