নিজস্ব সংবাদদাতাঃ কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি গত সপ্তাহে ইসরায়েলের ওপর হামাসের হামলায় চতুর্থ কানাডিয়ান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তিনি গাজা ও পশ্চিম তীর থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
জানা গিয়েছে, গত শনিবার কিববুৎজ রেইমের কাছে একটি সংগীত উৎসবে হামাসের জঙ্গিদের হামলায় নিখোঁজ ২২ বছর বয়সী শির জর্জির পরিবার ইনস্টাগ্রামে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
জোলি বলেন, এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার কানাডিয়ান, তিনজন এখনও নিখোঁজ। তিনি আরও বলেন, 'আমরা গাজা থেকে রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে মিশরে এবং পশ্চিম তীর থেকে বাসে করে জর্ডানে প্রবেশের জন্য কাজ করছেন।'