নিজস্ব সংবাদদাতা: সংসদীয় কর্মীদের ফিরছে নতুন ইউনিফর্ম। আর সেখানে ছাপ হিসেবে ফুটছে পদ্ম চিহ্ন। আর এরপরই নতুন করে সরগরম রাজ্য-রাজনীতি। কি করে পদ্ম চিহ্ন ব্যবহার করা হল, তা নিয়েই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এবার এই প্রসঙ্গে সরব হলেন এসপি সাংসদ রাম গোপাল যাদব।
সমাজবাদী পার্টির সাংসদ জানিয়েছেন, “নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততোই বিজেপির চিন্তা বাড়ছে। চারটি রাজ্যের নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচন - বিজেপি তাদের সবকটিতেই হারতে চলেছে৷ তাই তারা বিভিন্ন উপায়ে হার রুখতে মরিয়া৷ পদ্মচিহ্ন দেওয়া ইউনিফর্ম, নৈতিকভাবে ভুল। তারা যদি এই চিহ্ন ব্যবহার করতে চায়, তাহলে তাদের নির্বাচনী প্রতীক পরিবর্তন করা উচিত এবং নির্বাচন কমিশনকে বলা উচিত যে এটি ভারতীয় সংস্কৃতির প্রতীক এবং এটি যে কোনও জায়গায় ব্যবহার করা যেতে পারে। তবেই এই বদলকে মান্যতা দেওয়া যায়, তা না হলে নয়”।