বিচারপতি সংঘাত মামলা, সুপ্রিম কোর্ট হাঁটল অন্য পথে

সিজেআই ডি চন্দ্রচূড়, অত্যন্ত বিচক্ষণতার সাথে সামলালেন আজকের পরিস্থিতি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
supremeecourt.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: হাইকোর্টের নজিরবিহীন পরিস্থিতি। দুর্নীতি সংক্রান্ত মামলায় বিচারপতি বনাম বিচারপতি। কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির মধ্যেকার দ্বন্দ্ব এবার গড়াল সুপ্রিম কোর্টে। ছুটির দিনই হল শুনানি।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ৫ সদস্যের কমিটির তত্ত্ববধানে হয়ে গেল আজকের শুনানি। তবে সিজেআই ডি চন্দ্রচূড়, অত্যন্ত বিচক্ষণতার সাথে সামলালেন আজকের পরিস্থিতি।

মেডিক্যাল ভর্তি দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সিঙ্গেল বেঞ্চের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে গিয়ে সিবিআইকে এফআইআর দায়ের করতে বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখানেই থামেনা পরিস্থিতি। সৌমেন সেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আনেন জাস্টিস গাঙ্গুলি। এমনকি তিনি এও জানান, ‘জাস্টিস সেন কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে নিজের পদের অবমাননা করছেন’। সেখানে নাম যুক্ত হয় বিচারপতি অমৃতা সিনহারও।

সংঘাত এতোটাই জোরালো হয় যে তা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের স্পেশাল বেঞ্চ গঠন করা হয়। আর আজ ছিল সেই মামলারই শুনানি।

তবে এদিন কার্যত বিচারপতি সংঘাতের বিষয়টি আড়ালেই রাখেন সিজেআই। আজ প্রাথমিকে  সুপ্রিম কোর্ট রাজ্যকে এবং হাইকোর্টের সামনে মূল আবেদনকারী ইশিতা সোরেন সহ অন্যান্যদের নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে। একই সাথে, প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, সোমবার মামলার শুনানি হবে। তার আগে পর্যন্ত এই মামলার সব বিচারপ্রক্রিয়া স্থগিত করা হল। অর্থাৎ আপাৎকালীনের জন্যে মেডিকেল ভর্তি দুর্নীতি সংক্রান্ত মামলায় যাবতীয় প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করল দেশের শীর্ষ আদালত।

 

স্ব

স

স