Big Breaking : ৯৬ টি ফ্লাইট বাতিল! এই মুহুর্তের বড় খবর
স্পেন-পর্তুগালের রাস্তায় বিশৃঙ্খলা— বিদ্যুৎ বিভ্রাটে ধুঁকছে পরিবহন ব্যবস্থা
রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ সপ্তাহ— মার্কো রুবিও
অতি সন্নিকটে ভারতীয় সেনা অভিযান— ইসলামাবাদেও মোতায়েন হলো সেনাবাহিনী, যুদ্ধ বাঁধবে কি?
স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ: সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, বিদ্যুৎ বিপর্যয়ের কারণ খুঁজছে সরকার
স্পেন-পর্তুগালে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ? সাইবার আক্রমণ? জানুন বিস্তারিত
হকিতে বিশেষ অবদান, পদ্মভূষণ পেলেন পিআর শ্রীজেশ
ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদান, পদ্মশ্রী পেলেন অশ্বিন
পাত্তা দিল না ট্রাম্প প্রশাসন— রাশিয়ার প্রস্তাবিত তিন দিনের যুদ্ধবিরতি কি ইউক্রেন যুদ্ধের শেষ আনবে?

হাইকোর্টে বড় জয় শুভেন্দুর-মুখ পুড়ল রাজ্যের! সভার অনুমতি-কোন শর্তে?

শুভেন্দু অধিকারীকে নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
suvenduio.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ জানা গিয়েছে, কলকাতা হাইকোর্ট থেকে উলুবেড়িয়ায় জনসভার অনুমতি পেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার, ২১ অক্টোবর তরুণ সংঘ ক্লাবের মাঠেই হবে জনসভা। অনুমতি দিলেন বিচারপতি বিভাস পট্টনায়েক। জনসভার অনুমতি দিলেও একাধিক শর্ত বেঁধে দিয়েছে হাইকোর্ট।

উলুবেড়িয়ায় সভার জন্য পুলিশ অনুমতি দিচ্ছে না, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। শুক্রবার শুনানি চলাকালীন শুভেন্দুর আইনজীবী বলেন, 'নেতাজি ক্লাব প্রথমে জনসভা করার অনুমতি দিয়েছিল। পরে চাপের মুখে তা প্রত্যাহার করে। এরপর তরুণ সংঘের কাছে অনুমতি চাওয়া হয়। পুলিশকে জানানো হয়। পুলিশ জানিয়েছে, মাঠটি ক্লাবের নয়। PWD-র মাঠ। অথচ এর আগে রাজাপুর থানার অধীনে ওই মাঠে সভার অনুমতি দিয়েছে হাইকোর্ট।' 

রাজ্যের তরফে আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, যে কারও সভা করার অধিকার রয়েছে। কিন্তু ওই ক্লাবের কোনও অধিকার নেই অনুমতি দেওয়ার। ন্যাশনাল হাইওয়ে ১৬ রয়েছে ক্লাবের পাশেই। মামলাকারীর নিরাপত্তা এবং ট্র্যাফিকের অসুবিধা হবে।

দু’পক্ষের বক্তব্য শোনার পর সভার জন্য অনুমতি দিলেও একাধিক শর্ত মানতে হবে বলে জানায় হাইকোর্ট। বিচারপতি বিভাস পট্টনায়েক জানিয়েছেন, আগামী ২১ অক্টোবর দুপুর ২টা থেকে ৬টার মধ্যে সভা করতে পারবেন শুভেন্দু অধিকারী। তবে জনসভার জন্য যেন পার্কিং ও রাস্তায় কোনও প্রভাব না পড়ে। জনসভায় দু’হাজার লোকের বেশি জমায়েত হওয়া চলবে না।