তদন্তের দায়ভার সিবিআইকে দিতেই হবে!

বিএসপি দলের সভাপতি কে আর্মস্ট্রং-এর হত্যার বিষয় সম্পর্কে মন্তব্য করলেন বিএসপি প্রধান মায়াবতী।

author-image
Shroddha Bhattacharyya
New Update
mayawati.jpg

নিজস্ব সংবাদদাতা: বিএসপি দলের সভাপতি কে আর্মস্ট্রং-এর হত্যার বিষয় সম্পর্কে বিএসপি প্রধান মায়াবতী বলেছেন, "আমাদের দল এই ঘটনাটিকে খুব গুরুত্ব সহকারে নিয়েছে এবং আমরা চুপ করে বসে থাকব না।

mayawati edit .jpg

আমাদের রাজ্য ইউনিট চুপ করে বসে থাকবে না এবং এই মামলাটি সিবিআই-এর কাছে পাঠানোর জন্য দল রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করবে। 

mayawati1

তার পরিবার ও সমর্থকদের এই শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দলীয় ক্যাডারদের এগিয়ে আসতে হবে, কিন্তু একই সঙ্গে আইনের সীমারেখার মধ্যে থাকতে হবে এবং দেখিয়ে দিতে হবে রাজ্যের দুবর্ল শ্রেণী কোনওমতেই আইন হাতে তুলে নেয় না।"

Adddd