নিজস্ব সংবাদদাতা: আজ আকাশ জুড়ে রয়েছে ভাঙা মেঘের দাপট। অন্তত হাওড়ার চিত্র এটাই। আর এখানেই ভাবাচ্ছে হাওয়াবাসীকে।
একে তো ঘূর্ণাবর্তের পূর্বাভাস রয়েছে, তার মধ্যে আকাশ জুড়ে দেখা মিলছে এই ভাঙা মেঘের। যদিও হাওয়া অফিস বলছে, ভাঙা মেঘ আসলে কিছুই না, ওটা বিক্ষিপ্ত বৃষ্টিরই ইঙ্গিত। যা জানা যাচ্ছে, হাওড়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৫ শতাংশ। আকাশে ভাঙা মেঘের থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।