নিজস্ব সংবাদদাতা: আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ-হত্যা মামলার সম্পর্কে সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাত বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই প্রশাসন এবং অভিযুক্তদের পুরো ষড়যন্ত্র ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। হাজার হাজার মানুষ সেদিন প্রতিবাদ করতে রাস্তায় নেমেছিল।
আন্দোলনকারীরা কেন চিকিৎসকদের প্রতিবাদে বাধা দেওয়ার চেষ্টা করবে? তাই এটা স্পষ্ট যে টিএমসির গুন্ডারাই ভাঙচুর করেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বিবৃতিতেও তা স্পষ্ট হয়েছে।
গ্রেফতারকৃত ১৯ জন অভিযুক্তদের সকলের রাজনৈতিক পরিচয় প্রকাশ করা উচিত। সবার জানা উচিত যে তারা তৃণমূলের লোক। কেন টিএমসির গুন্ডা হাসপাতালে গেল এবং পুলিশ কেন পালিয়ে গেল? মামলাটি প্রকাশ্যে আসার পর পুলিশ কমিশনার নির্যাতিতার মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।"
#WATCH | RG Kar Medical College and Hospital rape-murder case | CPI(M) leader Brinda Karat says, "Mamata Banerjee has been trying to cover up the entire nexus of administration and the accused from the very beginning... Thousands of people took to the streets to protest that day,… pic.twitter.com/jLPddGRQ61