নিজস্ব সংবাদদাতাঃ সাত সকালেই বসিরহাটের মালঞ্চ রোডে চলল গুলি।
/anm-english/media/post_attachments/8c7bfd4f-5b5.png)
সূত্র মারফত জানা গিয়েছে যে, আজ সকালে বসিরহাটে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করা হয়। বাইকে চড়ে এসে ব্যবসায়ীকে গুলি করে পালায় দুষ্কৃতীরা গুলি সোজা তার পেটে এসে লাগে। গুলিবিদ্ধ ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক। তাকে এসএসকেএম হাসপাতালে আনা হচ্ছে।
/anm-english/media/post_attachments/d574c6e5121ee8f901714ea1902451c4fff6828d859303ea49040fb220ecca7e.png?width=1010&format=jpeg)
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, ব্যবসার কাজে তিনি বসিরহাটে এসেছিলেন। অনুমান করা হচ্ছে যে, কোনও পুরোনো শত্রুতার যেরেই এই ঘটনা ঘটেছে। তদন্তে নেমেছে বসিরহাট থানার পুলিশ।