নিজস্ব সংবাদদাতা: গত ২৭ অক্টোবর হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তারপর থেকে বেসরকারি হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি। তাঁর নিত্যদিন খোঁজ নিচ্ছে ইডির আধিকারিকরাও। এমন অবস্থায় আজ এল হেলথ আপডেট। হইতো খুব শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া পাবেন মন্ত্রী। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। সিসিইউ থেকে তাঁকে স্থানান্তর করা হল জেনারেল ওয়ার্ডে।
মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হোল্টার মনিটরিং সম্পন্ন হয়েছে গতকালই। একই সাথে করা হয়েছে মস্তিষ্কের MRI এবং সারভাইক্যাল স্পাইনের MRI। এখন তিনি সাধারণ ডায়াবেটিক খাদ্য গ্রহণ করছেন। আজই তাঁকে ছেড়ে দেওয়া যাবে কিনা সেই সিদ্ধান্ত দুপুরে নেবেন চিকিৎসকরা। শুধুমাত্র হাইপার টেনশন আর ডায়াবেটিস ছাড়া কোনকিছুই উদ্বেগের বিষয় নেই বলেই খবর হাসপাতাল সূত্রে। ডায়াবেটিস এর জন্য যে নিয়মিত ওষুধ জ্যোতিপ্রিয় মল্লিকের চলে সেই ওষুধই এখন দেওয়া হচ্ছে তাঁকে। যদিও অন্যদিকে গতকালের মেডিকেল রিপোর্ট নিয়ে আজ আদালতে যাবে ইডি, সেখানে কী নির্দেশ হয় তার উপর মূলত নির্ভর করবে আজ জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতাল থেকে ছাড়া হবে কিনা।