নিজস্ব সংবাদদাতা: গতকালই স্থির হয়েছে বিধানসভা অধিবেশনের দিনক্ষণ। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচনের আগের শেষ বিধানসভা অধিবেশন। তার জন্যে ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন বিধায়করা। তারা এসে উঠছেন MLA হস্টেলে। আর এবার সেই MLA হস্টেল থেকেই মিলল নিরাপত্তা রক্ষীর মৃতদেহ।
সকালে একতলা থেকে উদ্ধার হয় এক নিরাপত্তারক্ষীর দেহ। মৃত ব্যক্তি পুরুলিয়ার বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীবলোচন সোরেনের দেহরক্ষী। পুলিশের প্রাথমিক অনুমান, হস্টেলের চারতলা থেকে কোনও ভাবে পড়ে গিয়ে থাকতে পারেন ওই দেহরক্ষী অথবা আত্মহত্যাও করতে পারেন। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে লালবাজারের হোমিসাইড শাখা ও পার্ক স্ট্রিট থানার পুলিশ।