নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সঙ্গে হাইতি সংকট নিয়ে কথা বলেছেন এবং তারা দুজন শৃঙ্খলা ফিরিয়ে আনতে বহুজাতিক নিরাপত্তা মিশনের প্রতি তাদের প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছেন।
হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি যখন জাতিসংঘ সমর্থিত দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মিশনের জন্য একটি চুক্তির জন্য নাইরোবিতে অবস্থান করছিলেন, তখন লড়াই বেড়ে যাওয়ার পর গত রোববার হাইতিতে জরুরি অবস্থা জারি করা হয়।
কেনিয়া গত বছর ঘোষণা করেছিল যে তারা এই বাহিনীর নেতৃত্ব দেবে তবে কয়েক মাসের অভ্যন্তরীণ আইনি বিরোধের ফলে মিশনটি কার্যকরভাবে স্থগিত হয়ে গেছে।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ব্লিনকেন ও রুতো বহুজাতিক নিরাপত্তা সহায়তা মিশন মোতায়েনের প্রতি অবিচল অঙ্গীকারের ওপর জোর দিয়েছেন।