নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের গোয়েন্দা অধিদপ্তর রবিবার জানিয়েছে, রুশ অধিকৃত মেলিটোপোল শহরে একটি বিস্ফোরণে স্থানীয় ভূগর্ভস্থ গোষ্ঠীগুলোর 'প্রতিশোধমূলক কর্মকাণ্ড' হিসেবে আখ্যায়িত করে অন্তত তিন রুশ সেনা নিহত হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর কেন্দ্রস্থল এই শহরে শনিবার রুশ কর্মকর্তাদের এক বৈঠকের সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় প্রতিরোধের প্রতিনিধিদের দ্বারা পরিচালিত এই প্রতিশোধমূলক কাজটি রাশিয়ানদের দ্বারা দখল করা নিউ পোস্ট অফিসগুলোতে সংঘটিত হয়েছিল।"
রুশ কর্মকর্তাদের পক্ষ থেকে এই ঘটনার কোনো উল্লেখ পাওয়া যায়নি। গোয়েন্দা বিবৃতিতে বলা হয়, শনিবার স্থানীয় সামরিক সদর দপ্তরে অনুষ্ঠিত ওই বৈঠকে রাশিয়ার ন্যাশনাল গার্ড ও এফএসবি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিস্ফোরণের ফলে সদর দফতরে কমপক্ষে তিনজন ন্যাশনাল গার্ড কর্মকর্তা নিহত হয়েছেন।