হরি ঘোষ, পাণ্ডবেশ্বর:কালিয়াগঞ্জে কিশোরী হত্যার পর পুলিশ অমানবিকভাবে মৃত কিশোরীর দেহ রাস্তায় টেনে নিয়ে যায়। সেই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। ঘটনার পর বিজেপির তরফে এলাকায় প্রতিবাদ মিছিল করা হয়। প্রতিবাদ মিছিল করার সময় পুলিশ বিজেপি নেতাকে হত্যা করে বলে দাবি বিজেপি কর্মীদের। এই ঘটনার প্রতিবাদে পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি মন্ডল ২ এর পক্ষ থেকে বৃহস্পতিবার বহুলা বাজারে বিজেপির তরফে একটি পথসভা করা হয়। সেখানে বিজেপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পথসভায় উপস্থিত হয়ে বিজেপি মন্ডল ২ এর সভাপতি পার্থ পাল জানান, কালিয়াগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিজেপি। যার জেরে বুধবার রাতে কালিয়াগঞ্জে খুন হন বিজেপির সহসভাপতি। পার্থ পাল বলেন, "বাংলার পুলিশ আইনশৃঙ্খলা উন্নয়নে ব্যর্থ হয়েছে। পুলিশ নিজেদের কাজের চেয়ে তৃণমূল নেতাদের সুবিধা দিতে বেশি ব্যস্ত। এখন পুলিশকে পুলিশ না বলে টিএমসি কর্মী বললে সঠিক হবে।" তিনি জানান, এই ঘটনার বিরুদ্ধে শীঘ্রই থানা ঘেরাও করবে বিজেপি।