দিগ্বিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ সুকান্ত মজুমদার আক্রান্ত হওয়ার ডেবরায় ১৬ নং জাতীয় সড়ক অবরোধ করলো বিজেপি। আজ বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বাজার সংলগ্ন ১৬ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন বিজেপির মন্ডল সভাপতি তপন ধাড়া সহ অনান্যরা। পরে পুলিশের হস্তক্ষেপে উঠে যায় পথ অবরোধ।
/anm-bengali/media/media_files/q7O6fMh6I0Y7qJRc2CDV.jpeg)