নিজস্ব সংবাদদাতা: বিজেপির জাতীয় মুখপাত্র সিআর কেসাভান বলেছেন, "কেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী কলকাতার এই জঘন্য ঘটনার বিষয়ে নীরবতা বজায় রেখেছেন?
কেন সোনিয়া গান্ধী টিএমসি সরকারের নিন্দা করেননি, যারা ন্যায়বিচারের দাবিতে গলা চেপে ধরছে এবং কণ্ঠরোধ করছে? এখন সময় এসেছে সোনিয়া গান্ধী।
ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার পরে ভারতের গণতন্ত্রের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলির একটিতে সোনিয়া গান্ধীর নীরবতা ভাঙার সময় এসেছে।"
#WATCH | BJP national spokesperson CR Kesavan says, "Why is Congress Parliamentary Party Chairperson Sonia Gandhi maintaining a studied silence on this heinous incident in Kolkata? Why has Sonia Gandhi not condemned the TMC government which is chocking and muzzling voices seeking… pic.twitter.com/jDhiTHwsDq