‘ফ্লাইং কিস’ বিতর্কে ফের সাংসদ পদ খোয়াবেন কি রাহুল?

রাহুলের ‘ফ্লাইং কিস’ নিয়ে তৈরি হয়েছে একাধিক বিতর্ক। মহিলা সাংসদরা স্পিকারের কাছে অভিযোগও জানিয়েছেন এই বিষয়ে। এবার আরও একধাপ এগিয়ে চরম কথা জানিয়ে দিলেন বিজেপির জাতীয় সম্পাদক।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-gif-maker (2) (2).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: গতকাল রাহুল গান্ধীর জবাবী ভাষণের পর থেকে তোলপাড় রাজ্য রাজনীতি। রাহুল গান্ধীর ভাষণের পালটা আক্রমণ গতকালই শানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ স্মৃতি ইরানি। একই সাথে রাহুলের ‘ফ্লাইং কিস’ নিয়েও তৈরি হয়েছে একাধিক বিতর্ক। মহিলা সাংসদরা স্পিকারের কাছে অভিযোগও জানিয়েছেন। আর এই বিষয়ে এবার সরব হলেন বিজেপির জাতীয় সম্পাদক অনিল অ্যান্টনি।

এদিন অনিল অ্যান্টনি জানান, “রাহুল গান্ধী প্রতিদিন তার কর্মকাণ্ডের মাধ্যমে বারবার ভারতের জনগণকে দেখিয়ে দিচ্ছেন যে তিনি কোনোভাবেই সংসদে থাকার যোগ্য নন। গতকাল সংসদে আবারও তিনি তার আসল চরিত্র দেখিয়েছেন। তাকে তার আচরণের জন্য দ্রুত ক্ষমা চাওয়া উচিত”।