কংগ্রেস-আরজেডি-জেএমএম স্বার্থপরতার জোট! ছত্রভঙ্গ হবে- ভবিষ্যৎবাণী বড় নেতার

কংগ্রেস-আরজেডি-জেএমএমকে আক্রমণ করলেন বিজেপি সাংসদ দীপক প্রকাশ ।

author-image
Aniruddha Chakraborty
New Update
kmn

নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে জোট নিয়ে আরজেডির অসন্তোষ প্রসঙ্গে বিজেপি সাংসদ দীপক প্রকাশ বলেন, "ঝাড়খণ্ডে কংগ্রেস-আরজেডি-জেএমএমের সম্পর্ক স্বার্থপরতার সম্পর্ক, ক্রিম উপভোগ করা এবং ক্ষমতার মাধ্যমে অর্থ উপার্জনের সম্পর্ক। তাদের কোনো পরিকল্পনাতেই কেন্দ্রীয় বিন্দু হিসেবে জনগণকে নিয়ে কাজ করা হয় না। এটাই তাদের রেজোলিউশন। সেই কারণেই যখন আসন বণ্টনের সময় আসে, তখন আরজেডিকে অসন্তুষ্ট দেখায়। এই সেই আরজেডি যারা ঝাড়খণ্ড পৃথক রাজ্য হওয়ার পর সবচেয়ে বেশি প্রতিবাদ করেছিল। কংগ্রেস ছিল সেই দল যারা এই আন্দোলনকে কিনে নিয়েছিল এবং জেএমএম সেই দল যারা ঝাড়খণ্ড আন্দোলনকে বিক্রি করেছিল। স্বার্থপরতার জোট দীর্ঘস্থায়ী হয় না। নির্বাচনের পর সবাই ছত্রভঙ্গ হয়ে যাবে।"