নিজস্ব সংবাদদাতা: রাজ্যে বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের দামামা। বৃহস্পতিবার ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। এরপরের দিন থেকে শুরু হল অশান্তি। গুরুতর পরিস্থিতি তৈরি হল বাঁকুড়ায়। গাড়িতে উঠে কোনওরকমে পালালেন বিজেপি বিধায়ক। গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কতুলপুর ব্লকে। জানা গিয়েছে, স্থানীয় বিধায়ক হরকালী প্রতিহার অনুগামীদের নিয়ে ব্লক অফিসে গিয়েছিলেন মনোনয়নের ফর্ম তোলার জন্য। গিয়ে জানতে পারেন ব্লক অফিসে ফর্ম পৌঁছায়নি। প্রতিবাদে সরব হন হরকালী। এরপরেই ঘটে বিপত্তি। তাকে দেখে 'চোর, চোর' শ্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা। এরপর সেখানে থেকে নিজের গাড়িতে উঠে কোনোরকমে স্থান ত্যাগ করেন বিজেপি বিধায়ক।