নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোটের আগে বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে ফের বিজেপি বিধায়কের গ্রামে অশান্তি। পতাকা ছেঁড়ার অভিযোগকে কেন্দ্র করে কেলাই গ্রামে চলে উত্তেজনা। শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির ৪ আত্মীয়কে পেটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির দাবি, গতকাল প্রচারে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে তৃণমূল নেতৃত্ব। সেই রাগেই পতাকা ছেঁড়ার মিথ্যা দোষারোপ করে তাঁর আত্মীয়দের মারধর করা হয় বলে বিজেপি বিধায়কের অভিযোগ। এদিকে তৃণমূলের দাবি, গ্রাম্য বিবাদকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে বিজেপি।