নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, রাজ্যের উপনির্বাচনে বিজেপির ফলাফল সম্পর্কে, বিজেপি নেতা তথাগত রায় বলেছেন, "উপনির্বাচনে সাধারণত সরকারি দলের প্রাধান্য থাকে, এক্ষেত্রেও তাই হয়েছে। এমনিতে বিজেপির হার হয়েছে সেক্ষেত্রে বিজেপির কিছু দোষ আছে।
প্রার্থী চয়নে ভুল আছে। অন্যান্য সাংগঠনিক কিছু সমস্যাও ছিল। ভোট লুট হয়েছে, জনসাধারণকে ভয় দেখানো হয়েছে এই নিয়ে কোনও সন্দেহ নেই। বিজেপি হেরেছে হেরেছে, এটা নিয়ে অজুহাত দেবার কিছু নেই। এরপরে বিজেপিকে ঘর গুছিয়ে নিতে হবে।
কিন্তু আশ্চর্য লাগছে, এই চারটে উপনির্বাচনে জিতে তৃণমূল দল আহ্লাদে আটখানা হয়ে এমন লাফাচ্ছে যেন মমতা প্রধানমন্ত্রী হয়ে গেছে।"