নিজস্ব সংবাদদাতা: রাজীব গান্ধীকে কটাক্ষ করে সমাজমধ্যমে বিজেপি নেতা তথাগত রায় লিখেছেন, "রাহুল গান্ধীকে একজন ভালো মানুষ বলে মনে হচ্ছে। কিন্তু তার আইকিউ? কংগ্রেসের উচিত এটি পরীক্ষা করা এবং ফলাফল প্রকাশ করা।"