পশ্চিমবঙ্গ অশুভ শক্তির হাতে চলে গেছে!

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, আরজি কর মেডিকেল কলেজের ঘটনা সম্পর্কে মন্তব্য করলেন বিজেপি নেতা অঙ্কন দত্ত। 

author-image
Shroddha Bhattacharyya
New Update

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, আরজি কর মেডিকেল কলেজের ঘটনা সম্পর্কে, বিজেপি নেতা অঙ্কন দত্ত বলেছেন, "খাস কলকাতায় একজন কর্তব্যরত চিকিৎসঙ্গের সঙ্গে এই ধরনের ঘটনা যে ঘটেছে সেটা ভাবলেই আমি শিউরে উঠছি। কেন প্রথমত উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি?

publive-image

দুই, একজন কর্তব্যরত মহিলা ডাক্তারের এই মৃত্যুর পর কেন সরকার, প্রশাসন, কর্তৃপক্ষ সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। যখন তার পরিবার এবং ছাত্রদের পক্ষ থেকে আওয়াজ তোলা হলো তখন এই ঘটনা নৃশংসত এবং ভয়াবহতা সামনে এলো।

publive-image

তারপরেও যে কমিটি গঠন করা হয়েছে সেখানে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূলের অন্যান্য সদস্যদের রাখা হয়েছে যাদের সঙ্গে তদন্তের দূর দূরান্তের কোনও সম্পর্ক নেই। কি করতে চাইছে প্রশাসন? শহর কলকাতায় যদি নারী নিরাপত্তা না থাকে, তবে আমরা বুঝতেই পারছি পশ্চিমবঙ্গ অশুভ শক্তির হাতে চলে গেছে। আমরা কর্তৃপক্ষের কাছ থেকে জবাব চাইছি। সকল দোষীদের শনাক্ত করে তাদের শাস্তির দাবিতে আমরা গতকালও আন্দোলন করেছি আজও আন্দোলন করবো।"



Adddd