নিজস্ব সংবাদদাতা: বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে বিজেপি নেতা তথাগত রায় সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছেন, "-“এখন ভোর চারটে। আর কিছুক্ষণ পরেই আপনার ফাঁসি হবে। ভয় করছে না”? - “আমি গীতা পড়েছি। তাই মৃত্যুকে আমি ভয় করি না”। ১৯০৮, ১১ আগষ্ট। আজ বিপ্লবী ক্ষুদিরাম বসুর বলিদান দিবস।
হিন্দুশাস্ত্রের যে মহাসমুদ্র তার মধ্যে তিনটি গ্রন্থকে বলা হয় ‘প্রস্থানত্রয়’। উপনিষদ, গীতা ও ব্রহ্মসূত্র। এর মধ্যে উপনিষদ এত বিরাট, আর ব্রহ্মসূত্র এমন সংক্ষিপ্ত ও শিলীভূত যে আমাদের মত সাধারণ মানুষের আয়ত্ত্বের বাইরে। আমাদের আয়ত্ত্বের মধ্যে শুধু গীতা। তার নির্যাস রয়েছে দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগে।
কি একখানা বই, যা মানুষকে মৃত্যুভয় ভুলিয়ে দিতে পারে !"
-“এখন ভোর চারটে। আর কিছুক্ষণ পরেই আপনার ফাঁসি হবে। ভয় করছে না”? - “আমি গীতা পড়েছি। তাই মৃত্যুকে আমি ভয় করি না”। ১৯০৮, ১১ আগষ্ট। আজ বিপ্লবী ক্ষুদিরাম বসুর বলিদান দিবস।
হিন্দুশাস্ত্রের যে মহাসমুদ্র তার মধ্যে তিনটি গ্রন্থকে বলা হয় ‘প্রস্থানত্রয়’। উপনিষদ, গীতা ও ব্রহ্মসূত্র।…