মৃত্যুভয় ভুলিয়ে দিতে পারে, বললেন বিজেপি নেতা

আজ বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস।

author-image
Shroddha Bhattacharyya
New Update
tathagataaagh.jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে বিজেপি নেতা তথাগত রায় সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছেন, "-“এখন ভোর চারটে। আর কিছুক্ষণ পরেই আপনার ফাঁসি হবে। ভয় করছে না”?
- “আমি গীতা পড়েছি। তাই মৃত্যুকে আমি ভয় করি না”। 
১৯০৮, ১১ আগষ্ট।
আজ বিপ্লবী ক্ষুদিরাম বসুর বলিদান দিবস।

Khudiram Bose

হিন্দুশাস্ত্রের যে মহাসমুদ্র তার মধ্যে তিনটি গ্রন্থকে বলা হয় ‘প্রস্থানত্রয়’।
উপনিষদ, গীতা ও ব্রহ্মসূত্র। এর মধ্যে উপনিষদ এত বিরাট, আর ব্রহ্মসূত্র এমন সংক্ষিপ্ত ও শিলীভূত যে আমাদের মত সাধারণ মানুষের আয়ত্ত্বের বাইরে। আমাদের আয়ত্ত্বের মধ্যে শুধু গীতা। তার নির্যাস রয়েছে দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগে। 

d

কি একখানা বই, যা মানুষকে মৃত্যুভয় ভুলিয়ে দিতে পারে !"

 

Adddd