বুদ্ধির জোরে সাইবার ফ্রডের হাত থেকে রেহাই পেলেন বিজেপি নেতা

সাইবার ফ্রড সম্পর্কে জনগণকে সচেতন করলেন বিজেপি নেতা তথাগত রায়। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
x tathagata roy sad face

নিজস্ব সংবাদদাতা: আজকালকার ডিজিটাল যুগে চুরি, ডাকাতির মতো সাইবার ফ্রডের শিকার হয়েছেন অনেক সাধারণ মানুষ। সেই সাইবার ফ্রড সম্পর্কে বিজেপি নেতা তথাগত রায় তার সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছেন, "CYBERFRAUD -একটি ব্যক্তিগত অভিজ্ঞতা। রাজনৈতিক পোস্ট নয়।

গতকাল আমি একটি SMS পাই যাতে বলা ছিল আমাকে পাঠানো একটি পার্সেল ওদের গুদামে পৌঁছে গেছে, কিন্তু পুরো ঠিকানা না থাকায় আমাকে ডেলিভারি করা যাচ্ছে না। আমি যেন নীচের লিংকে ক্লিক করি, ইত্যাদি।

tathagata roy

আমি এগুলো সম্বন্ধে সজাগ, তাই ক্লিক করার কোনো প্রশ্ন ওঠে না। তবু মেসেজটা খুঁটিয়ে পড়লাম। এর মধ্যে সুকৌশলে Indiapost-এর নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। ফিলিপিন্সের একটি নম্বর থেকে মেসেজটি এসেছে। স্পষ্টতই উদ্দেশ্য ছিল আমার ব্যাংকের টাকা আত্মসাৎ করা।

tathagata roy11 .jpg

এগুলো প্রতিহত করার একটি সরল নিয়ম : যে ফোন কলটি আপনি করেননি, আপনার কাছে এসেছে, সেই কলটির উত্তরে কিচ্ছু করবেন না। বিশেষ করে একাউন্ট নম্বর, কার্ড নম্বর, ও বিশেষ, বিশেষ করে ওটিপি কারুকে দেবেন না। সম্ভব হলে কলটি ডিলিট করে দিন, কিন্তু সাবধান, লিংকে যেন আঙ্গুল না পড়ে।"





Adddd