বিধানসভার বাইরে যাত্রাপালা, নামের আগে ছাপ্পাশ্রী তকমা!

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, রাজ্যের উপনির্বাচনে জয়ী দুই বিধায়কের শপথ গ্রহণের বিতর্ক-এর বিষয় সম্পর্কে মন্তব্য করলেন বিজেপি নেত্রী তমসা চট্টোপাধ্যায়।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, রাজ্যের উপনির্বাচনে জয়ী দুই বিধায়কের শপথ গ্রহণের বিতর্ক-এর বিষয় সম্পর্কে, বিজেপি নেত্রী তমসা চট্টোপাধ্যায় বলেছেন, "মানুষ জনপ্রতিনিধি নির্বাচিত করে পরিষেবা পাওয়ার জন্য। জনপ্রতিনিধির কাজ ওটাই। তার নির্বাচনী ক্ষেত্রে যে সকল মানুষ বসবাস করেন, তাদের সুযোগ-সুবিধা সুনিশ্চিত করাই হলো তাদের কাজ।

publive-image

কিন্তু তৃণমূলের নির্বাচিত বিধায়করা জানে তৃণমূলের আমলে জনপরিষেবা শুধু প্রহসন মাত্র। তাই বিধানসভার ভেতরে কাজ না থাকায়, বিধানসভার বাইরে তারা যাত্রাপালা করছেন।

publive-image

অভিনেত্রী বিধায়ক বলে কথা! শপথ নেওয়াটা জরুরি নাকি স্থানটা জরুরি? আমি শুধু এই কথাটাই বলবো, এসব ভনিতা ছেড়ে হাতে মাত্র দু'টো বছর আছে, মন দিয়ে কাজটা করুন। না হলে জনগণ কখন ছুঁড়ে ফেলে দেবে ধরতেও পারবেন না। এমনিতেই তো নামের আগে ছাপ্পাশ্রী তকমা জ্বলজ্বল করছে।"

 

Adddd