যেখানে যেমন কুকুর ঠিক তার তেমন মুগুর

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, রাজ্যের উপনির্বাচনে বিজেপির ফলাফলের সম্পর্কে মন্তব্য করলেন বিজেপি নেত্রী তমসা চট্টোপাধ্যায়।

author-image
Shroddha Bhattacharyya
New Update

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, রাজ্যের উপনির্বাচনে বিজেপির ফলাফলের সম্পর্কে, বিজেপি নেত্রী তমসা চট্টোপাধ্যায় বলেছেন, "পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্র- রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ, বাগদা, মানিকতলায় উপনির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে।

publive-image

বাস্তব সত্যি যদি বলতে হয়, তবে এই চারটি আসনে তৃণমূল জয়ী হয়েছে এবং আমরা হেরেছি। ভোট লুট, সন্ত্রাস, উপনির্বাচনের সমীকরণ এসব গালভরা শব্দ ব্যবহার করবো না। গণতন্ত্রে দ্বিতীয়র কোনো স্থান নেই। এই পরাজয় নিয়ে আমরা আত্মমন্থন করবো।

publive-image

একটা আঙুল অন্যের দিকে দেখালে আরও তিনটে আঙুল নিজের দিকে থাকে, এটা ঈশ্বরের রচনা। তাই ওই তিনটে আঙুলের দিকে নজর দেবো আমরা। ভারতীয় জনতা পার্টি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা লুটের রাজনীতিতে বিশ্বাস করি না এটা সত্যি। কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে, যেখানে যেমন কুকুর ঠিক তার তেমন মুগুর।"

Adddd