নিজস্ব সংবাদদাতা: গতকাল লোকসভা নির্বাচনের সপ্তম দফা সম্পন্ন হয়েছে। সেই লোকসভা নির্বাচনের সঙ্গে বরানগর বিধানসভায় উপনির্বাচনও হয়েছিল।
বরানগর বিধানসভার বিজেপি প্রার্থী সজল ঘোষ আজ এএনএম নিউজ-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে '৪০০ পার স্লোগান' সম্পর্কে বলেছেন, "এই স্লোগানটিকে বুঝতে গেলে দেশের আপামর ভারতবাসীকে, গোটা দেশের বিজেপি সংগঠনকে বুঝতে হবে।
এই স্লোগানটি আমার সৃষ্টি নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই স্লোগানের সৃষ্টি কর্তা। তিনি যখন বলেছেন, অবশ্যই '৪০০ পার' হবে।" বাংলায় বিজেপির আসন সংখ্যা সম্পর্কে তিনি বলেন, "বাংলায় তৃণমূলের থেকে বিজেপি বেশি আসন পাবে।"
অবশ্যই '৪০০ পার' হবে!
এএনএম নিউজ-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে '৪০০ পার স্লোগান' সম্পর্কে মন্তব্য করলেন বিজেপি নেতা সজল ঘোষ।
Follow Us
নিজস্ব সংবাদদাতা: গতকাল লোকসভা নির্বাচনের সপ্তম দফা সম্পন্ন হয়েছে। সেই লোকসভা নির্বাচনের সঙ্গে বরানগর বিধানসভায় উপনির্বাচনও হয়েছিল।
বরানগর বিধানসভার বিজেপি প্রার্থী সজল ঘোষ আজ এএনএম নিউজ-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে '৪০০ পার স্লোগান' সম্পর্কে বলেছেন, "এই স্লোগানটিকে বুঝতে গেলে দেশের আপামর ভারতবাসীকে, গোটা দেশের বিজেপি সংগঠনকে বুঝতে হবে।
এই স্লোগানটি আমার সৃষ্টি নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই স্লোগানের সৃষ্টি কর্তা। তিনি যখন বলেছেন, অবশ্যই '৪০০ পার' হবে।" বাংলায় বিজেপির আসন সংখ্যা সম্পর্কে তিনি বলেন, "বাংলায় তৃণমূলের থেকে বিজেপি বেশি আসন পাবে।"