পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্যা কমছে!

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, চোপড়ার ঘটনা সম্পর্কে মন্তব্য করলেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী।

author-image
Shroddha Bhattacharyya
New Update

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, চোপড়ার ঘটনা সম্পর্কে, বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী বলেছেন, "বিজেপিকে তো  সাম্প্রদায়িক দল হিসেবে ব্যঙ্গ করা হয়, আজ সকলের চোখের সামনে চলে এসেছে কারা সাম্প্রদায়িক দল।

publive-image

তাদের সম্পর্কে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, 'তারা জঙ্গি তৈরীর কারখানা।' রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, 'একটি জাতি শুধুমাত্র ভূমি দখল করে ক্ষান্ত হন না, অন্যকে নিজের ধর্মের মধ্যে ধর্মান্তরিত করে নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে চান।' সেটাই হচ্ছে।

publive-image

১৯৪৭ সালের বিভাজনের ৭৫ বছর পরে দেশে মুসলমানদের সংখ্যা ৩০%-এর কাছাকাছি এসে দাঁড়িয়েছে। উল্টোদিকে পূর্ব বাংলায় ১৯৪৭ সালের বিভাজনের পরে, হিন্দুদের সংখ্যা ২৮% থেকে ৭%-তে নেমে গেছে। এই যে নিজেদের সংখ্যা বৃদ্ধি করে ভূমি দখল করার যে প্রচেষ্টা, সেটা পশ্চিমবঙ্গের ভবিষ্যতকে স্পষ্ট করে দিচ্ছে।"

Adddd