কলকাতার মানুষ তৃণমূলকে রিজেক্ট করেছে

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সম্পর্কে মন্তব্য করলেন বিজেপির মুখপাত্র রাজর্ষি লাহিড়ী।

author-image
Shroddha Bhattacharyya
New Update

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সম্পর্কে, বিজেপির মুখপাত্র রাজর্ষি লাহিড়ী বলেছেন, "কলকাতার মানুষ যে তৃণমূলকে রিজেক্ট করেছে, সেটা দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতার লোকসভা নির্বাচনের ফলাফল দেখলেই বোঝা যাচ্ছে।

publive-image

বিধাননগর কর্পোরেশনের নির্বাচনে যদি, সিআরপিএফ জওয়ানদের দিয়ে ভোট লুঠ যদি আটকানো যেত, তবে বিজেপি বিধানসভা পৌরসভায় জিতে যেত। জনগণ তাদেরকে ভোট দেয়নি। তৃণমূলের অন্দরে নানানরকম খাওয়া-দাওয়ার ব্যাপার আছে। তারা বুঝতে পারছে যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে।

Vghnb

তাই তারা একে অপরকে দোষারোপ করবে, মারামারি করবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। ওদের দলে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে না তো কাদের দলে থাকবে। ওদের গোষ্ঠীদ্বন্দ্ব তো ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে হয়। হয় ৭৫ দাও, ২৫ রাখো। এখন ৭৫ টা বেড়ে, ৮০ হয়েছে কিনা, ৮০-২০ প্যারাডোর প্রিন্সিপালে তারা কাজ করছে কিনা, এই ধরনের কিছু ব্যাপার নিয়েই গোষ্ঠীদ্বন্দ্ব লেগেছে তাদের মধ্যে।"

Adddd