এই ধরণের ঘটনা ঘটানোর জন্যই কি অরবিন্দ কেজরিওয়াল...

আপ রাজ্যসভার সাংসদ স্বাতি মালিওয়ালকে হেনস্থার ঘটনা সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেত্রী রাধিকা খেরা।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
Radhika Khera

নিজস্ব সংবাদদাতা: আপ রাজ্যসভার সাংসদ স্বাতি মালিওয়ালকে হেনস্থার ঘটনা সম্পর্কে, বিজেপি নেত্রী রাধিকা খেরা বলেছেন, "আপ, কংগ্রেস বা ইন্ডি জোটের যে কোনও দলই হোক না কেন, মহিলারা সেখানে নিরাপদ নয়।

radhika-khera-quits-congress-052210997-16x9-ezgif.com-avif-to-jpg-converter (1).jpg

কেন অভিযুক্তকে এখনও পর্যন্ত জেলে পাঠানো হয়নি? কেন তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো না? যে মুখ্যমন্ত্রী নারী নিরাপত্তার কথা বলে ক্ষমতায় এসেছেন, তার বাসভবনের ভেতরে যদি এমন ভয়াবহ পরিস্থিতি হয়, তাহলে মুখ্যমন্ত্রীর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিলো। 

Radhika-Khera-resigns-Congress

এটা খুবই দুঃখজনক পরিস্থিতি। এই ধরণের ঘটনা ঘটানোর জন্যই কি অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেওয়া হয়েছে? দেশের মানুষ সব দেখছে।"