জমি বিক্রি করতে গিয়ে জানলেন পুরো গ্রামটাই ওয়াকফ বোর্ডের আওতায়!

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ সম্পর্কে মন্তব্য করলেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। 

author-image
Shroddha Bhattacharyya
New Update

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ সম্পর্কে, বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেছেন, "ওয়াকফ বিলকে আমরা স্বাগত জানাচ্ছি। অদ্ভুতভাবে এই দেশে তৃতীয় স্থানে যাদের সবথেকে বেশি জমি আছে সেটা হলো ওয়াকফ বোর্ডের। কারণ কংগ্রেস তাদের লাইসেন্স দিয়ে দিয়েছিলো যে যেকোনও জমিতে তারা হাত দিতে পারবে, অধিগ্রহণ করতে পারবে।

publive-image

এইরকম হলে কাল আমার-আপনার বাড়িও সুরক্ষিত নয়। ওয়াকফ বোর্ডের কেউ যদি এসে বলে এটা তাদের সম্পত্তি, আপনাকে দিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্টেও আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না। এটা কেমন নিয়ম? আমাদের কাছে আইন-আদালতই শেষ কথা। 

publive-image

সেখানে আদালতেই যাওয়া যাবেনা। এখানে যদি তারকেশ্বর মন্দিরে কমিটির মাথায় ববি হাকিম থাকতে পারে, তবে ওয়াকফ বোর্ডে কেন মুসলিম সম্প্রদায় ছাড়া অন্য ধর্মের মানুষ থাকতে পারবে না? ওয়াকফ বোর্ডের সম্পত্তিকে পুনর্বিবেচনা করতে হবে। তামিলনাড়ুর একটি গ্রাম যার বয়স ১৫০০ বছর। সেই গ্রামের এক বাসিন্দা নিজের জমি বিক্রি করতে গিয়ে খোঁজ পেলেন পুরো গ্রামটাই ওয়াকফ বোর্ডের আওতায় রয়েছে। যে ধর্ম নাকি ১৪০০ বছর আগে তৈরি, সে নাকি ১৫০০ বছর আগে তৈরি একটা গ্রামকে দখল করে নিচ্ছে। এটা কি মামার বাড়ি? কংগ্রেসের তুষ্টিকরণের রাজনীতির ফলে এটা হয়েছে। এর সংশোধন আনা দরকার ন্যায্যভাবে। যারা বাড়ির মালিক তাদের সম্পত্তি যেন বেহাত না হয়ে যায়।"