নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, দুর্গাপুজো উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৮৫ হাজার টাকা অনুদান দেবার বিষয় সম্পর্কে, বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী বলেছেন, "তিনি যেমন লক্ষ্মীর ভান্ডার প্রত্যেককে দিয়েছেন সেরকম দুর্গাপুজো উপলক্ষে এই যে উৎকোচ বা ঘুষ সেটা তিনি সবাইকে দিয়েছেন।
কারণ ক্লাবগুলোকে হাতে রাখতে হবে। এরাই পরবর্তীকালে মস্তানি করবে, গুন্ডামি করবে, মাথায় ছাতা ধরবে, ভোট দিতে বাধা দেবে, বাড়ি বাড়ি গিয়ে অগ্নিসংযোগ করবে। আমি বলছিনা সব, কিন্তু বেশিরভাগ যে গুন্ডামির সংস্কৃতি চলছে সেই গুন্ডামি কারা করছে সেটাও তো ভাবতে হবে। বহু ভুয়ো দুর্গাপুজোর প্যান্ডেলও রয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তারা ঘুষ পেয়ে গেল। ২৬ সালে তো এই অনুদানের পরিমাণ বাড়িয়ে এক লক্ষ টাকা করে দেওয়া হবে।
এটা বলার মানে, 'তোমরা আমার সঙ্গে থাকবে।' বড় বড় নেতাদের কোটি কোটি টাকার পুজো হয়, তাদের কাছে এইটুকু টাকা কিছুই না। সুতরাং, এমন কোনও কাউকে এটা দিলে ভালো হতো যাদের সত্যি এই টাকাটার প্রয়োজন ছিল। যেমন লক্ষীর ভান্ডার সবাইকে দেওয়া হচ্ছে, কেউ ব্লাউজ কিনছে, কেউ লিপস্টিক কিনছে। এই ঘুষের টাকায়, বাংলার মানুষের করের টাকায় এইসব আর মানা যাচ্ছে না।"