মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মুখ্যমন্ত্রী

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, চোপড়া ও কোচবিহারের ঘটনা সম্পর্কে মন্তব্য করলেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ।

author-image
Shroddha Bhattacharyya
New Update

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, চোপড়া ও কোচবিহারের ঘটনা সম্পর্কে বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেছেন, "মহিলা মুখ্যমন্ত্রীর শাসনকালে একজন মহিলাকে শুধুমাত্র বিরোধী দল করার অপরাধে, তাকে এভাবে নগ্ন করে পেটানো, চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাওয়া, এটা মধ্যযুগীয় বর্বরতা।

publive-image

মমতা বন্দ্যোপাধ্যায় মণিপুর দেখতে পান, তিনি মাথাভাঙ্গা দেখতে পান না। আর তার যে সব সাংসদরা রয়েছেন, কথায় কথায় অন্য রাজ্যে ছুটে ছুটে চলে যান, মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ ইত্যাদি প্রভৃতি, এরা একবার মাথাভাঙ্গায় আসবেন নাকি! নাকি চোপড়াতে যাবেন? যেখানে শারিয়া কানুনের মতো এক মহিলার উপর অত্যাচার করা হয়েছে।

publive-image

যখন রাজনীতি শুধুমাত্র, আমার পছন্দের বিষয় হলে সেটা নিয়ে কথা বলবো নাহলে বলবোনা -এই বিষয়ে পরিবর্তিত হয়ে যায়, তখন এটা গণতন্ত্রের পক্ষে খুব বিপজ্জনক হয়ে ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসলে তৃণমূলের মুখ্যমন্ত্রী। তিনি এই রাজ্যের মানুষের মুখ্যমন্ত্রী হয়ে উঠতে পারেননি। এখন তো তৃণমূলের বিদায় আসন্ন, যাবার বেলাতেও তিনি পারবেন না।"

Adddd