নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, দুই বিধায়কের শপথ গ্রহণ সম্পর্কিত বিতর্ক নিয়ে, বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেছেন, "প্রথম কথা এটা বুঝতে হবে এটা তো আর মামার বাড়ির আবদার নয়। আমি আবদার করলাম ল্যাবেঞ্চুস খাব আর সেটা এনে দেবে।
সবকিছুর একটা নিয়ম থাকে। এর আগেও এটা হয়েছে যে যারা উপনির্বাচনে জয়ী হয়েছেন তারা রাজভবনে গিয়ে শপথ গ্রহণ করে এসেছেন। এখন কিছু একটা সাধারণ বিষয়কে ইস্যু করতে চাইছে তৃণমূল।
এসব করে আর কিছুই নয় অন্য সমস্যাগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিছুদিন আগেই মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বিধানসভা চত্বরে ধর্ণা, অবস্থান, বিক্ষোভ এসব কিছু করা যাবে না। এই যে দুই নির্বাচিত বিধায়ক বিধানসভা চত্বরে বসে ধর্ণা দিচ্ছেন, সেটা কি বিমানবাবুর নজরে পড়ছে না? আমি এ বিষয়ে ওনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাইছি।"