টালিগঞ্জে জনসংযোগ সারলেন বিজেপির হেভি ওয়েট প্রার্থী! বসলেন অবস্থান বিক্ষোভে!

 শুক্রবার টালিগঞ্জে জনসংযোগ সারলেন বিজেপির হেভি ওয়েট প্রার্থী ডাঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়। নারী নিগ্রহের প্রতিবাদে বসলেন অবস্থান বিক্ষোভেও।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
FBSNG MTHD

নিজস্ব সংবাদদাতা: আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোট প্রচারে নেমে পড়েছে প্রায় প্রত্যেকটি শিবির। এই আবহেই শুক্রবার তীব্র দাবদাহের মধ্যে জনসংযোগ সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা: অনির্বাণ গঙ্গোপাধ্যায়। এদিন সকাল থেকে জনসংযোগ শুরু করেন তিনি।

টালিগঞ্জে জনসংযোগ সারলেন বিজেপির দাপুটে প্রার্থী! চললো অবস্থান বিক্ষোভ

এই জনসংযোগের মিছিলে জনসাধারণের ভিড় ছিল চোখে পড়ার মতো। জানা গেছে, সকাল সাড়ে আটটায় টালিগঞ্জ বিধানসভার ৯৮ নম্বর ওয়ার্ডের বাঁশদ্রোনি বাজার থেকে শুরু করে নেতাজি নগর স্ট্যাচু পর্যন্ত জনসংযোগ করেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। শাসকদলের গড় বলে পরিচিত এই এলাকা। তাও এই অঞ্চলের বাড়ির মহিলারা বেরিয়ে এসে আশীর্বাদ করেন বিজেপির হেভি ওয়েট প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে। 

পাশাপাশি এদিন দুপুরেই বারুইপুর এসপি অফিসে অবস্থান বিক্ষোভ দেখায় ডা: অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং বিজেপি কর্মীরা। পশ্চিমবঙ্গে নারী নির্যাতন, ধর্ষণ, খুন, মহিলাদের সম্মানহানীর বিরুদ্ধে এবং নারী সুরক্ষার দাবিতে বিজেপি এই অবস্থান বিক্ষোভ দেখায়। নারী নিগ্রহের কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিও জানিয়েছে তারা।