অভিষেকের খোঁচাতেই অভিজিতের শো-কজ লেটার প্রকাশ্যে!

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, বিজেপির ডায়মন্ড হারবারের প্রার্থী অভিজিৎ দাসকে (ববি) শো-কজ করার বিষয় সম্পর্কে মুখ খুললেন স্বয়ং বিজেপি নেতা।

author-image
Shroddha Bhattacharyya
New Update

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, বিজেপির ডায়মন্ড হারবারের প্রার্থী অভিজিৎ দাসকে (ববি) শো-কজ করার বিষয় সম্পর্কে, স্বয়ং বিজেপি নেতা বলেছেন, " গত ২১ তারিখে আমি স্পিড পোস্টের মাধ্যমে শো-কজের নোটিশটা পাই। যেহেতু, এটা পার্টির অন্দরের বিষয় তাই এই বিষয়ে আমি কী উত্তর দিয়েছি তা আমি সংবাদ মাধ্যমকে জানাতে বাধ্য নই।

publive-image

একইসঙ্গে আমার শো-কজ এর চিঠি পাওয়ার আগে মিডিয়াতে কিভাবে এই চিঠি প্রকাশ্যে এলো সেই প্রশ্নটাও থেকে যাচ্ছে? বিজেপির সংবিধানে আর্টিকেল ২৫ অনুযায়ী পার্টি যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, সেই বিষয়ে আমি কথা বলেছি।

publive-image

কারণ, দলের অন্দরের কোনও তথ্য প্রকাশ্যে আনাটা দলীয় নিয়ম-শৃঙ্খলা ভাঙার মধ্যেই পড়ে। এটা কখনোই করা উচিত হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর অঙ্গুলিহেলনে এই কাজ করা হয়েছে। ও যে বেআইনিভাবে ছাপ্পা দিয়ে ৭ লক্ষ ভোটে জিতেছে তার জন্য আমি পিটিশন জমা দিয়েছি। এই মুহূর্তে হাওয়া অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য, বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য এই কাজ করা হয়েছে। পার্টি কাউকে শো-কজ করতেই পারে। আর উক্ত ব্যক্তি উত্তর দিতেই পারে। কিন্তু বিষয়টা পুরোটাই পার্টির অন্দরেই থাকবে। বিষয়টাকে প্রকাশ্যে আনা একেবারেই উচিত হয়নি।" 

 

Adddd