হাফপ্যান্ট মন্ত্রী বলা, অসভ্যতামির লক্ষণ!

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, বাংলা থেকে নির্বাচিত প্রতিমন্ত্রীদের 'হাফপ্যান্ট মন্ত্রী' বলে বিরোধীদের কটাক্ষ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা সজল ঘোষ।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, বাংলা থেকে নির্বাচিত প্রতিমন্ত্রীদের 'হাফপ্যান্ট মন্ত্রী' বলে বিরোধীদের কটাক্ষ সম্পর্কে, বিজেপি নেতা সজল ঘোষ বলেছেন, " একটা মন্ত্রীকে 'হাফপ্যান্ট মন্ত্রী' বলা যায়? তারা সংসদীয় ব্যবস্থাকে কটাক্ষ করছে।

CXVGFVBHJHK

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইউপিএ-তে ছিলেন, তখন তিনি ক'টা হাফপ্যান্ট মন্ত্রী নিয়েছিলেন? একজন মন্ত্রীকে 'হাফপ্যান্ট মন্ত্রী' বলা, অসভ্যতামির লক্ষণ।

publive-image

আপনার প্রতিমন্ত্রী হিসেবে কাউকে পছন্দ হতেও পারে আবার নাও পারে। কিন্তু, তাকে 'হাফপ্যান্ট মন্ত্রী' বলা কোনও ভদ্রতার লক্ষণ নয়।" 

Add 1