নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা অমিত মালব্য নিজের সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছেন যে, "সারা বছর ধরে আমাদের বলা হয়েছিল প্রিয়ঙ্কা বঢরা আমেঠি এবং রায়বেরেলি লোকসভা কেন্দ্র পরিচালনা করেন।
তাহলে, যখন সময় এসেছে, তাকে কেন ওয়ানাডে নিয়ে যাওয়া হল? কে এল শর্মা যেমন আমেঠি থেকে ছিলেন, ঠিক তেমনি রায়বেরেলি থেকে কেন তিনি মাঠে নামবেন না।
কাপুরুষের মতো পালানোর পরিবর্তে বিজেপির সাথে লড়াই করুন এবং ইউপিতে আপনার পুনরুত্থান প্রমাণ করুন।"