নিজস্ব সংবাদদাতাঃ উপনির্বাচনের প্রচারে আগেই নেমেছে তৃণমূল। এবার প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে দেওয়াল লিখন শুরু করে দিল বিজেপিও। বাঁকুড়ার তালডাংরা বিধানসভায় আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন। মনোনয়ন পর্ব শুরু হলেও এখনও কোনও দলই প্রার্থীর নাম ঘোষণা করেনি। নাম ঘোষণার আগেই নির্বাচনী প্রচারে কোমর বেঁধে নেমে পড়ল শাসক বিরোধী দুই পক্ষই।
বাঁকুড়ার তালডাংরা বিধানসভার বিধায়ক অরূপ চক্রবর্তী সম্প্রতি লোকসভা ভোটে জয়ী হওয়ায় তালডাংরা বিধানসভার বিধায়ক পদে পদত্যাগ করেন। সম্প্রতি রাজ্যের অপর ৫ টি আসনের পাশাপাশি বাঁকুড়ার ওই বিধানসভা আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১৩ নভেম্বর ওই আসনে ভোটগ্রহণ। শুক্রবার থেকে এই উপনির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু উৎসবের মরসুমে হঠাৎ করে উপনির্বাচন ঘোষণা হওয়ায় বেশ কিছুটা বিপাকে সমস্ত দল। ফলে মনোনয়ন পর্ব শুরু হয়ে গেলেও এখনও প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি কোনও দলই। প্রার্থীর নাম ঘোষণা না হলেও প্রচারে আগেই নেমে পড়েছে শাসক দল। এবার সেই একইপথে নেমে পড়ল বিজেপিও।
শুক্রবার রাতে তালডাংরার লক্ষ্মীসাগর অঞ্চলের বাউরিশোল গ্রামে আনুষ্ঠানিক ভাবে দেওয়াল লিখন শুরু করে বিজেপি। বিজেপির দাবি, রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে এই উপনির্বাচনে তাঁরা সুবিধাজনক জায়গায় রয়েছে। নিজেদের জয়ের ব্যাপারেও তাঁরা একশো শতাংশ নিশ্চিত বলে দাবি বিজেপি নেতা-কর্মীদের।